বাসভবন ফিরোজায় প্রবেশ করলেন খালেদা জিয়া

0
বাসভবন ফিরোজায় প্রবেশ করলেন খালেদা জিয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীকে নিয়ে বাসাটিতে প্রবেশ করেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়িতে করে ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। এদিকে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিপুল নেতাকর্মী এদিন সকাল থেকে ফিরোজার সামনে অবস্থান নেন। খালেদা জিয়ার বহনকারী গাড়ি বাসাটির সামনে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশানের সড়কটি।

খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এদিন ফিরোজার সামনে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তা দিতে দেখা যায়। এর আগে, সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।

যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা ও শর্মিলা রহমান এবং চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here