রূপগঞ্জে ডেভিল যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

0
গাজীর ছাত্রছায়ায় থাকা ডেভিল যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রূপগঞ্জে হাটাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মালা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুযারা এলাকার জিন্নত আলীর মেয়ে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা গাজীর ছত্রছায়ায় এলাকায় জমি দখল, সাধারণ মানুষদের বিভিন্নভাবে হয়রাসিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালা।

ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর এলাকা থেকে গা ঢাকা দেন তিনি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার হাটাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here