ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মীসহ আটক ৭

0
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ  কর্মীসহ আটক ৭

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ কর্মী আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল যুক্তরাষ্ট্রে চলে যায়। সেখানে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পেইজ ও গ্রুপ খুলে ফতুল্লায় নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা করছে। এদিকে সকালে যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন। এরুপ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় তাদের ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করেছে।

আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল থেকে মীর সোহেলের সেই পেইজ ও গ্রুপের সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানায়। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। তাদের সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই বাছাই চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here