প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে ঈদ শোভাযাত্রা করলেন দিনাজপুর ৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাজুল ইসলাম।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ফুলবাড়ীর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহেশপুর গোলচক্কর থেকে পার্বতীপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে ফুলবাড়ীতে এসে শেষ হয়। এ সময় মোটরসাইকেলশোভাযাত্রায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন সহ পৌর বিএনপি ও উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রাটি পার্বতীপুরে পৌঁছালে পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক এর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ সাহাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।