মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার 

0
মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার 

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, একমাত্র বেলায়েত ও খেলাফতের স্থলাভিষিক্ত,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা শাহসূফী মাওলানা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী নির্দেশে ২৮ মার্চ শুক্রবার বিকেলে মতলব উত্তরের (তালতলী- ঘনিয়ারপাড়) খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া প্রাঙ্গণে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে (২ প্যাকেট সেমাই,১ কেজি চিনি,১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি পোলাও চাল, ১ প্যাকেট নুডুলস) ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।বিশেষ অতিথি ছিলেন ,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন, খলিফা শাহ মোঃ বোরহান উদ্দিন দর্জিছেংগারচর পৌর আঞ্জুমান কমিটির  সভাপতি মোসলেম দেওয়ান , প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক গাজী ইকবাল হোসেন স্বপন।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার জামান নাহিদ, মতলব উত্তর উপজেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর দেওয়ান,ছেংগারচর পৌর যুব ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি ইমরান হোসেন,জিদনী ঢালী,হ্নদয় প্রধান, শাকিল ভূঁইয়া, প্রচার সম্পাদক ফরহাদ দর্জি, সম্মানিত সদস্য অপু হোসেন, মুন্না সরদার, ইমরান হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here