প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুরে উপজেলায় জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ১০ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রি তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম।
এ সময় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মজিবুর রহমান ,মতলব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, তেজগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।