প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মাইজভান্ডার দরবার শরীফের দিকপাল, ইমামে আহলে সুন্নাহ, শাইখুল ইসলাম, হুজুর গাউসুল ওয়ারা, শাহসুফি সৈয়দ মইনুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (ক) পবিত্র চন্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে ২৪ মার্চ সোমবার সুলতানাবাদ ইউনিয়নের টরকী খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া এবং মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি ছিলেন,খলিফা শাহ মোঃ আব্দুল হান্নান প্রধান,খলিফা শাহ মোঃ বোরহান উদ্দিন দর্জি, খলিফা আবুল কালাম, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন, সভাপতিত্ব করেন খলিফা শাহ মোঃ আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন আঞ্জুমান কমিটির রবিউল আউয়াল প্রধান,সুলতাবাদ ইউনিয়ন যুব ফোরামের সভাপতি অলি উল্লাহ, ছেংগারচর পৌর যুব ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি হ্নদয় প্রধান, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন দর্জি প্রমুখ।