ইসলাম প্রতিষ্ঠায় নবীজির (দ.) প্রেরণার বাতিঘর ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ) – সাইফুদ্দীন আহমদ

0
ইসলাম প্রতিষ্ঠায় নবীজির (দ.) প্রেরণার বাতিঘর ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ) -ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ১০ই রমজান মা খাদিজা (রাঃ) এর পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে সোমবার (১০ মার্চ) চাঁদপুর জেলার মতলব উত্তরে ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রিয় নবিজী (দ) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কণ্যা হযরত মা খাদিজা (রাঃ) তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। নবুয়্যতপ্রাপ্তি ও ইসলাম প্রচারের ক্ষেত্রে মহানবী (দ) যে দুর্গম ও কণ্টকময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে কঠিন মুহূর্তে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে সবসময় মহানবী (দ) এর পাশে ছিলেন। উঁচু হেরা পাহাড়ের গুহার সেই বন্ধুর পথ তিনি প্রতিদিন পাড়ি দিতেন শুধুমাত্র রাসুলে পাক (দ) এর প্রতি তার অসীম ভালোবাসার জন্য। বিএসপি চেয়ারম্যান আরও বলেন, ইসলামের বাণী প্রচারের সূচনালগ্নে প্রিয় নবিজী (দ) যখন কাফিরদের অত্যাচার ও বিদ্বেষের তীরের আঘাতে জর্জরিত, তখন প্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)।

প্রিয় নবিজী (দ) এর প্রতি আত্নত্যাগের জন্যই তিনি লাভ করেছেন, ‘উম্মুল মু’মিনীন’ বা ‘বিশ্বাসীদের মা’ এর মহৎ মর্যাদা। বিএসপি চেয়ারম্যান বলেন,তিনি নিজের সব ধন-সম্পদ ইসলামের প্রচারের লক্ষ্যে রাসুলুল্লাহ (দ.) কে হস্তান্তর করেন। এত ধনী পরিবারের সন্তান হয়েও মহানবী (দ) এবং ইসলামের জন্য তিনি রাজত্ব ছেড়ে দারিদ্র্যকে আলিঙ্গন করেছেন। প্রিয় নবিজী (দ) মাত্র ২৩ বছরে তৎকালীন বর্বর আরব জাতিকে ইসলামি চেতনায় উজ্জীবিত একটি মানবিক জাতিতে রূপান্তর করেছিলেন অগণিত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে।

১৪০০ বছর আগে তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, আজও তার অনুসরণে বিশ্ববাসী পাচ্ছে মুক্তির দিশা। সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, আজ ইসলামের পতাকা বিশ্বের কোণে কোণে পৌঁছে গিয়েছে। আর এ অনন্য সফলতার পেছনে হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ) এর অবদান অনস্বীকার্য। তার জীবনাদর্শ থেকে আমরা প্রিয় নবিজী (দ) ও ইসলামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত তার যেমন শিক্ষা পাই, তেমনি আদর্শ মা এবং দাম্পত্য জীবনকেও রঙিনভাবে সাঁজাতে পারি। খলিফা শাহ্ মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং খলিফা শাহ মোঃ ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিএসপির দফতর সম্পাদক ইব্রাহীম মিয়া, খলিফা শাহ মিজানুর রহমান খান, খলিফা শাহ রেজাউল করিম, খলিফা আলমগীর শাহ, খলিফা শাহ আব্দুর রহমান, খলিফা শাহ বোরহান উদ্দিন দর্জি, খলিফা নুর হোসেন প্রধান, খলিফা শাহ সিদ্দিকুর রহমান, খলিফা শাহ আব্দুল হান্নান, খলিফা শাহ মহসিন মিয়া, খলিফা শাহ ওমর আলী, খলিফা শাহ মূনীর হাসান, খলিফা শাহ আবু তালেব নেতা, খলিফা শাহ তাফাজ্জল হোসেন, খলিফা শাহ মিলন মোল্লা, খলিফা নুরে আলম সরকার,খলিফা শাহ আবুল কালাম,খলিফা শাহ কবির হোসেন,খলিফা শাহ মাকসুদুর রহমান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সভাপতি গোলাম নবী খোকন,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here