প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন শনিবার এক বিবৃতিতে, যৌথ বাহিনী কর্তৃক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, যৌথবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এই ঘটনা শুধু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকারের প্রতি চরম অবহেলার প্রকাশ।
নেতারা বলেন, তৌহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং এজেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তার পিতার মৃত্যুর খবরে তিনি এলাকায় আসেন। গত শুক্রবার তার মরহুম পিতার কুলখানি আয়োজন করে তার কর্মস্থলে ফেরার কথা ছিল। এর আগেই বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনী তাকে আটক করে। মাত্র কয়েকদিন আগে, ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় যুবদল নেতা রহমানের যৌথবাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
এই ধরনের ঘটনাগুলো একটি উদ্বেগজনক ধারাবাহিকতা তৈরি করেছে, যা সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধীমত দমন করার ন্যাক্কারজনক অপচেষ্টা আমরা কখনোই মেনে নেব না। নেতৃবৃন্দ বলেন, আমরা এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি।
এ ধরনের ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা এবং মানবাধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করি যা রাষ্ট্রের আইনের শাসন ও ন্যায়বিচারের ভিত্তিকে ধ্বংস করে দেয় এবং একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর ভাষায় সতর্কবার্তা দিচ্ছি, যেন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা প্রতিটি ব্যক্তির নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়।
তৌহিদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছি।