সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

0
সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

প্রেসনিউজ২৪ডটকমঃ সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) আর নেই। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার জানাজা বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, এবং ডিমেনশিয়ার মতো সমস্যার কারণে তার চলাফেরা ছিল সীমাবদ্ধ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দেন সফিউল্লাহ।

তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন। যুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে এস ফোর্সের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। তার অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া সফিউল্লাহ স্বাধীনতার পর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৭২-১৯৭৫)। এরপর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here