না’গঞ্জের বিভিন্ন পয়েন্টে হত্যাকারীদের পোস্টার সাটানো সকলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে

0
না’গঞ্জের বিভিন্ন পয়েন্টে হত্যাকারীদের পোস্টার সাটানো সকলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে

প্রেসনিউজ২৪ডটকমঃ আজ, ২৩ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের পোস্টারিং এর প্রতিবাদে শহরের সক্রিয় ছাত্র সংগঠনসমূহ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে বি বি রোড থেকে মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শেষ করে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন অংশগ্রহণকারী ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ।২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ‘রাতের আধারে তোলারাম কলেজ, মহিলা কলেজ জেলা পরিষদের মতো লোকারণ্য জায়গায় গণহত্যার আসামি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পোস্টার সাটানোর যে ঔদ্ধত্য দেখিয়েছে তার প্রতিবাদ জানাই।

যারা শহরকে গডফাদারের আস্তানায় পরিণত করে তোলারাম কলেজকে টর্চার সেল বানিয়ে শহরে গুলি চালিয়ে শিশু রিয়া গোপসহ অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করে তাদের কোনো বিচার এখনো শুরু হয়নি। এই বিচারহীনতাই হত্যাকারীদেরকে পূনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। যা অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানী। আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা তা মেনে নিতে পারি না। হত্যাকারীদের বিচারই হতে পারে নতুন বাংলাদেশ গঠনের হাতিয়ার।

যারা হত্যাকারীদের পোস্টার সাটিয়ে তাদের পূনর্বাসন করতে চায় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের আটক করতে হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই দায়িত্ব নিয়ে হবে এবং নারায়ণগঞ্জবাসীর সামনে হত্যাকারীদের দেখানো এই ঔদ্ধত্যের বিচার করে দৃষ্টান্ত হাজির করতে হবে। নিশ্চয়ই, নারায়ণগঞ্জের ছাত্র সমাজ সম্মিলিতভাবে হত্যাকারীদের প্রতিহত করবে। ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ সংগঠক মুন্নী আক্তার প্রত্যাশা বলেন, ‘গত পনেরো বছরে ছাত্রলীগ এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি।

৫আগষ্টের পরে এখনো তাদের কোনো বিচার আমরা দেখতে পাইনি। যা তাদেরকে আজ পোস্টারিং এই দু:সাহসের যোগান দেয়। যারা ছাত্রলীগের শেল্টার দিয়ে যাচ্ছে তাদেরকে হুশিয়ারি জানিয়ে বলতে চাই, আপনারা হত্যাকারীদের পক্ষ নিয়ে নিজেরাও গণহত্যার অপরাধের সাথে যুক্ত হচ্ছেন। আমরা শিক্ষার্থীরা এমন হতে দিব না।

নারায়ণগঞ্জের ছাত্ররা এই সকল অপচেষ্টা রুখে দিবে৷ এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাই ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, তোলারাম কলেজ নেতা আতিকুজ্জামান অনু, ছাত্র মজলিশ মহানগর সভাপতি শাহনেওয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সেক্রেটারি আবুল হাসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জাহিদ হাসান, জাভেদ হোসেনসহ অন্যান্যরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here