সোনারগাঁয়ে ব্যবসায়ীকে হয়রানি করে বহিস্কার হলেন যুবদল নেতা আশরাফ

0
সোনারগাঁয়ে ব্যবসায়ীকে হয়রানি করে বহিস্কার হলেন যুবদল নেতা আশরাফ

প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁও সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর কোটি টাকার মালামাল লুট করেও তার বিরুদ্ধে কোর্টে মামলা করে হয়রানি করতে গিয়ে অবশেষে পদ হারালেন সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন ভূইয়া। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দলীয় প্যাডের মাধ্যমে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিস্কার করেছেন দলের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের সাক্ষরিত এক বিবৃত্তিতে এ কথা জানানো হয়।

সাংবাদিকদের কাছে প্রদত্ত এক বিবৃত্তিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আমি এ.এন.জেড টেক্সটাইল মিলের স্বত্বাধিকারী, আমি যুবদল নেতা আশরাফ ভূইয়াকে চাঁদা না দেয়ায় আমার বিরুদ্ধে ও বিএনপি নেতা গোলজার হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে যুবদল নেতা এমদাদুল হক দিপু। তিনি বলেন, আমি উপজেলার জামপুরে গত বছর একটি জমি ক্রয় করে একটি টেক্সটাইল মিলের নির্মাণ কাজ শুরু করি৷ কিন্তু ৫ আগষ্টের পর স্থানীয় কথিত যুবদল নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে দিপু ও মুসা ২৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল।

চাঁদা না দেয়ায় গত ১৫ জানুয়ারি আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১০০-২০০ সন্ত্রাসীদের নিয়ে নির্মাণাধীন কাজে বাঁধা দিয়ে ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। যার পরিপেক্ষিতে কোর্টে মামলা দায়ের করি। তারা আমার মালামাল লুট করে এখন তারাই আমাদের নামে মিথ্যে চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি প্রশাসনসহ বিএনপির কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।

বিএনপি নেতা গোলজার হোসেন জানান, আমি কখনো এলাকায় কোনো খারাপ কাজে সম্পৃক্ত নই। আমার এলাকায় হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন আমার কাছে এসে সহযোগিতা চায়। আমি তখন সাংবাদিকদের বিষয়টি অবগত করলে তারা সরেজমিনে পর্যবেক্ষণ ও তথ্যানুযায়ী সংবাদ প্রকাশ করে। এর পরে গত কাল যুবদল নেতা আশরাফ ভূইয়ার সহচর উপজেলার জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি দিপু কোর্টে ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করে।

আমি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে ২২ জানুয়ারী বুধবার এ ঘটনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here