প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফিন মিয়া ও সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ নিবির। এ ঘটনায় রোববার গৌরীপুর থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এ মামলায় ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি রাতে উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের জগির ডাংগুরি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ছাত্রলীগের কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তরফিন মিয়া ও নাঈম আহমেদ নিবিরকে গ্রেফতার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ছাত্রলীগের দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে ।