প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান
সাজু ও কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার(৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। সাজুর বাড়িতে হামলার সত্যতা পাওয়া গেলেও কৃষকদলের অফিস ভাঙচুরের ঘটনা সাজানো নাটক বলে মন্তব্য করছেন একাধিক বিএনপি নেতা। এলাকাবাসী জানায়, গভীর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কিছু লোকজন এলাকায় মোহড়া দেয়।
তাদের সবার মুখ ঢাকা ছিল। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায় তারা শাহজাহান সাজুর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজা ও জানালার গ্লাস এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ বিষয়ে শাহজাহান সাজু জানান, কারা কেন হামলা করেছে সুনির্দিষ্টভাবে কাউকে চিনতে পারিনি। বাড়ির সিসি ক্যামারার ফুটেজে দেখা গেছে দেশীয় অস্ত্র ও লাটিসোটা নিয়ে কিছু লোক বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। তাদের কাউকে চিনা যাচ্ছেনা। এদিকে একই রাতে রসুলবাগ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলেছেন আহ্বায় তৈয়ম হোসেন।
এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে অধ্যাপক মামুন মাহমুদের লোকজন এ হামলা চালিয়েছে বলে তৈয়ম হোসেন যে অভিযোগ করেছেন তা রাজনৈতিক ফাঁয়দা হাসিল করার ষড়যন্ত্র বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন বলেন, তৈয়ম হোসেন ডেমরার বাসিন্দা হয়েও কি করে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক হয়। মূলত তিনি ডেমরার জামান ও সেলিমের পালিত ক্যাডার।
গত সিটি নির্বাচনের আগে তৈয়ম হোসেন নাসিক ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের হাতে ফুলের নৌকা বানিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিল। এর পর থেকে তিনি বাদলের সহযোগী হিসেবে এলাকায় নানা অপকর্ম করেছে। গত ৫ আগস্টের পর নিজের পিঠ বাঁচাতে প্রভাবশালী এক বিএনপি নেতাকে ম্যানেজ করে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক পদ ভাগিয়ে নেয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনপ্রিয় নেতা অধ্যাপক মামুন মাহমুদকে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে সুবিধাবাদী একটি মহলের ইন্ধনে কৃষকদলের অফিসে হামলা ভাঙচুরের নাটক সাজিয়েছে তৈয়ম হোসেন। নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ হোসেন জানান, তৈয়ম হোসেন আওয়ামী লীগের লোকজনকে পদপদবী দিয়ে নাসিক ৩ নং ওয়ার্ড কৃষকদলের কমিটি সাজিয়েছে। মূলত সে ডেমরার বাসিন্দা।
আওয়ামী লীগের লোকজন নিয়ে সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তার করতে সে এমন নাটক সাজিয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করতে সুবিধাবাদী একটি মহল বিএনপিরনামব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠাই। সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বাড়ি ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।