প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছ। সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত কমিটিতে সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজু-উর রহমান লিপকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
মাহ্ফুজু-উর রহমান লিপকন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিতুমীর কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তীতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন তিনি। এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন লিপকন। বিগত সময়ে রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হন মাহফুজু-উর রহমান লিপকন।
অবশেষে তিতুমীর কলেজ ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন মাহফুজু-উর রহমান লিপকন । ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজু- উর রহমান লিপকন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের সন্তান। ছাত্রদলের গুরুন্তপূর্ণ একটি ইউনিটে সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ায় নেপা গ্রামবাসীসহ মহেশপুর বাসি তাকে অভিনন্দন জানিয়েছেন।
জনগনের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়ে মাহফুজু-উর রহমান লিপকন বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করি জনগনের জন্য। জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। যতদিন রাজনীতি করবো ততদিন মানুষের কল্যানে কাজ করে যাব।