প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব প্রতিনিধি চাঁদপুর : ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইসলামি সমাজ ব্যবস্থা বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা কর্তৃক এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আবদুল মোবিন। ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোঃ সোলাইমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি প্রফেসর দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌর জামায়াতের সভাপতি এস এম রবিউল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদুল মোবিন সূরা তাকাসূরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। প্রাচুর্যের লালসা মানুষকে কিভাবে তার মৌলিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গাফেল করে রেখেছে তা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। জীবনের গভীর উপলব্ধি ও স্বার্থকতা সম্পর্কে তিনি দায়িত্ববান হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।