প্রেসনিউজ২৪ডটকমঃ আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ রোজ সোমবার বেলা ১২টায় ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার মানববন্ধন আয়োজিত হয়। নারায়ণগঞ্জসহ সারাদেশে দিনে দিনে চুরি-ছিনতাই-ধর্ষন-হত্যাকান্ড বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের নিস্ক্রিয়তা লক্ষ করা যাচ্ছে। ৫ই আগষ্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এইসব ঘটনার মধ্য দিয়ে শহীদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক ছাত্রনেতা মাহাদী হাসান এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান। আরো বক্তব্য রাখেন, ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভনসহ ভোলাইল আঞ্চলিক শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও মানববন্ধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলার আরেক সহ-সভাপতি সৌরভ সেন। উপস্থিত ছিলেন ফতুল্লা, মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এসময় জেলা কমিটির সহ সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ৫ই আগষ্টের পর আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই অভ্যুত্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেখানে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করার কথা সেখানে ৫ই আগষ্টের পর আমরা দেখবো প্রশাসনের গা-ছাড়া ভাব।
সারাদেশে চুরি, ছিনতাই, চাদাবাজি, ধর্ষণ এবং খুন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রশাসন কার্যকরী ভুমিকা রাখতে ব্যার্থ হচ্ছে। গত কয়েক দিনে ৫ জনের অধিক শিক্ষার্থীর হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশকে আমরা এইভাবে দেখতে চাই না অতিদ্রুত প্রশাসনকে কার্যকরী ভুমিকায় ফিরে আসতে হবে অন্যথায় আমরা ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে।
৫ই আগষ্টের পর আমাদের পুলিশ সুপারের কাছ থেকে শুনতে হয়েছিলো তারা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোনো একশনে যাবেন না, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অতিদ্রুত প্রশাসনকে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই কমলমতি তরুণ কিশোররা কিভাবে কিশোর গ্যাং এ রূপান্তর হচ্ছে তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সভাপতি বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক ছাত্র নেতা মাহাদী হাসান বলেন, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি-ছিন্তাই-ধর্ষন-হত্যাকান্ড কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে কিন্তু তা নিরসনে প্রশাসনের কোন উল্লেখযোগ্য ভুমিকা আমরা লক্ষ্য করতে পারছি না।
আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখবো গত ৮ দিন আগে একটি সংবাদ প্রকাশিত হয় নারায়ণগঞ্জ এ ১ই আগষ্ট থেকে ২১ই নভেম্বর পর্যন্ত প্রায় ৯৩ টি অজ্ঞাত ও দুর্ঘটনাসহ হত্যাকান্ডের প্রতিবেদন রয়েছে কিন্তু প্রশাসনের কোনো সক্রিয়তা দেখতে পাইনি। আমরা দেখেতে পারি দেওভোগ অঞ্চলের মো: ওয়াজেদ আলম সীমান্ত(২০) শিক্ষার্থী ছিনতাইকারির ছুরিকাঘাতে হত্যাকান্ডের আসামীর বিরুদ্ধে ৮টি মামলা থাকার পরেও সে কিভাবে স্বাধীনভাবে ঘুরাঘুরি করে এরকম ঘটনার পুনরাবৃত্তি করেছে। এর দায়ভার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলাবাহিনীর উপর বর্তায়। বর্তমান প্রশাসনকে বলবো সক্রিয় ভুমিকা পালনকরতে না পারলে চেয়ারে বসে থাকার দরকার নেই চেয়ার ছেড়ে দিয়ে যোগ্য লোকদের চেয়ারে বসার সুযোগ করে দিন।