প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া,মহেশপুর,সংবাদদাতা: পোষ্টার আর ফেন্টুনে ছেয়ে গেছে পুরো মহেশপুর শহর। দেখলে মনে হবে এটা কোন পৌর সভা বা জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু না এটা মহেশপুর বাজার বনিক কল্যান সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন। রাত পোহালেই (রবিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বাজার বনিক কল্যান সমিতির দ্বি-
বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন।
এবারের বাজার বনিক কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জামায়াত ইসলাম বনাম বিএনপির মধ্যে চলছে তুমুল ভাবে ভোট যুদ্ধ। নির্বাচনে ১১টি পদের বিপরিতে প্রার্থী হয়েছেন ২২জন। এর মধ্যে জামায়াত ইসলাম সমর্থীত ১১জন প্রার্থী ও বিএনপি সমর্থীত ১১জন প্রার্থী।প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দোকানে দোকানে ও বাড়ী বাড়ী গিয়ে ভোট ভিক্ষা করে চলেছেন।এর মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ সভাপতি পদে ২জন, সহ সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২জন ও নির্বাহী সদস্য পদে ৬জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।
এর মধ্যে জামায়াত ইসলাম সমর্থীত সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম মনি (আনারস) প্রতিক ও বিএনপি সমর্থীত সভাপতি প্রার্থী মোমিন খান (মাছ) প্রতিক, সহ সভাপতি পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী শরীফুল ইসলাম (মোরগ) প্রতিক ও বিএনপি সমর্থীত সহ সভাপতি পদে সেন্টু রহমান (ফুটবল) প্রতিক নিয়ে, সাধারণ সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী আমিরুল ইসলাম (মই) প্রতিক,বিএনপি সমর্থীত এস এম আব্দুল্লাহ আল ফারুক বাবু (দোয়াত কলম) প্রতিক, হারুন আর রশিদ (টেলিভিশন) প্রতিক, সহ সাধারণ সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী আলমগীর হোসেন আলম (আম) প্রতিক, বিএনপি সমর্থীত সহ সাধারণ সম্পাদক পদে এম এ মান্নান (শাপলা ফুল) প্রতিক, সাংগঠনিক সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী জিলহজ্জ আলী (প্রজাপ্রতি) প্রতিক, বিএনপি সমর্থীত সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান রিপন (সেলাইমেশিন) প্রতিক, কোষাধ্যক্ষ পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী রাকিবুল ইসলাম (মাইক) প্রতিক, বিএনপি সমর্থীত কোষাধ্যক্ষ পদের প্রার্থী ইনামুল হক (হাতি) প্রতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী রফিকুল ইসলাম (দেয়াল ঘড়ি) প্রতিক, বিএনপি সমর্থীত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন (গোলাপ ফুল) প্রতিক, নির্বাহী সদস্য পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রর্থী আশরাফুল ইসলাম (কাঠাল) প্রতিক,রমজান আলী (তালা চাবি) প্রতিক, জাহিদ হাসান (নারিকেল) প্রতিক,কামরুজ্জামান লালন (চশমা) প্রতিক আর বিএনপি সমর্থীত নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম (টিউকল) ও শাহিনুর রহমান (বাই সাইকেল) প্রতিক নিয়ে লড়ছেন।মহেশপুর বাজার বনিক কল্যান সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৮২১ জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে বনিক কল্যান সমিতির নেতা নির্বাচিত করবেন।