মতলব দক্ষিণ উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

0
মতলব দক্ষিণ উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য অনুযায়ী দেশ গঠনে আমরা এগিয়ে যাবো। ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করছি।

আমরা নিশিরাতে, দখলদারিত্বের ও ভোট চুরির নির্বাচন চাই না। সংস্কারের কাজ দ্রæত সম্পন্ন করে নির্বাচন করে। বিগত সরকার আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছে। এ সরকারের কাছে আমরা সংবিধান সংস্কারের দাবী দিয়েছি। জয়বাংলার স্লোগান আর দেশের মানুষ পছন্দ করে না। তিনি আরো বলেন, দুর্নীতি নিজেরা করবো না, প্রশ্রয় দিবো এবং দুর্নীতিবাজ রাখবো না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দখলদায়িত্ব করে না এবং কোন দখলদারিত্ব করে রাজনীতি সুযোগ দিবো না। হিন্দুরা এই দেশের নাগরিক। এখানে কোন সংখ্যালগু ও সংখ্যাগুরু নেই।সকলেই বাংলাদেশের নাগরিক। দেশের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবো। মতলব দক্ষিণ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৪ ডিসেম্বর নিউ হোস্টেল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির মুহাম্মদ আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন দেওয়ান, সদস্য খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মুবিন, মতলব উত্তর উপজেলা শাখার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, চাঁদপুর জেলার সহকারী সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, কর্ম পরিষদের সদস্য মাওলানা মীর হোসাইন, খিলগাঁও থানা শাখার তারবিয়াত বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক পাটওয়ারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here