সূফীবাদে যারা বিশ্বাসী, তাঁরা  উগ্রবাদকে সমর্থন করে না : সাইফুদ্দীন আহমদ আলহাসানী

0
সূফীবাদে যারা বিশ্বাসী, তাঁরা  উগ্রবাদকে সমর্থন করে না : সাইফুদ্দীন আহমদ আলহাসানী

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট, শাহজাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী (মাজিআ) বলেছেন, উপমহাদেশে ইসলাম এসেছে অলি, আউলিয়া,সূফীদের মাধ্যমে।তিনি বলেন,এদেশে দীর্ঘকাল সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রয়েছে।

সূফীবাদে যারা বিশ্বাসী, তাঁরা  উগ্রবাদকে সমর্থন করে না। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে মতলব উত্তরের ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় আঞ্জুমান-এ রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত “মাসিক দাওয়াতুল হাসানাহ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে মদিনার সনদের আলোকে জীবন গড়তে হবে।

অতিথি ও আলোচক ছিলেন,আঞ্জুমান কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো: কামরুজ্জামান হারুন,শাহ রেজাউল করিম,আলমগীর শাহ, শাহ আব্দুর রশীদ মিয়াজী,শাহ লিয়াকত হোসেন, শাহ আব্দুর রহমান,শাহ বোরহান উদ্দিন, শাহ সিদ্দিকুর রহমান, শাহ আবদুস ছাত্তার,শাহ আলা উদ্দিন বেপারী, কচুয়া উপজেলা আনজুমান কমিটির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নবীর হোসেন,  মইনীয়া যুব ফোরাম চাঁদপুর জেলার সাধারন সম্পাদক মাকসুদুর রহমান, মতলব উত্তর উপজেলার সভাপতি নজরুল ইসলাম মামুন, চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাইনুদ্দীন পাটোয়ারী দুলু,মতলব দক্ষিণ উপজেলার সদস্য সচিব শাহজাহান মিয়া  প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here