ই-ভোটিংয়ের নির্বাচন চায় জাকের পার্টি : মাহবুবুর রহমান হায়দার

0
 ই-ভোটিংয়ের নির্বাচন চায় জাকের পার্টি : মাহবুবুর রহমান হায়দার

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া নয়। বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক, সংস্কৃতি এবং নির্বাচন কমিশনকে শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য জাকের পার্টির পক্ষ থেকে ১৪দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে দুইটি প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন এবং অপরটি হচ্ছে ব্লক চেইন টেকনোলজি পদ্ধতিতে নির্বাচন।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্য রাতে  মতলব উত্তর উপজেলার পুটিয়ারপার গ্রামে জাকের পার্টির  দাওয়াতে ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি আরও বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মাহবুবুর রহমান হায়দার।

এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের সরকারের প্রতিও দাবী জানান তিনি। চাঁদপুর উত্তর জাকের পার্টির সভাপতি মো. ওবায়েদ মোল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শুক্কুর আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাচ্ছেরে কোরআন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সিকদার, মো. মাহফুজুর রহমান সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর উত্তর জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা জাকের পার্টির সভাপতি আ. মতিন গাজী, ছেংগারচর পৌর জাকের পার্টির সভাপতি আকরাম আলী বেপারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here