তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

0
তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি। এসময় ‘তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ। রবিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।

 জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন‍্যায়বিচার পেয়েছি। এতে দেশবাসীও আনন্দিত। ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, কায়কোবাদ মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here