প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনে এক গডফারের পরিবর্তে আরেক গডফাদার,এক ভূমিদস্যুর পরিবর্তে আরেক ভূমিদস্যুর জন্ম হতে দিবনা। দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুন্দর ও শান্তির সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনে এমপি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে জনগণের সমর্থন কামনা করেন বিএনপির এ নেতা।
নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৯ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মজীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, বিগত ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশ যতবার নেতৃত্ব ও অস্থিত্ব সংকটে পড়েছে, ততবার বিএনপি হাল ধরেছে।
৭৫ পরবর্তী দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে, দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব থাকবে কি থাকবেনা সে সময়ে জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভুত হলেন। তিনি দেশকে দুর্ভিক্ষসহ বিভিন্ন সংকট থেকে রক্ষা করে বিশ্বদরবারে উচ্চ আসনে নিয়ে গিয়েছিলেন।
নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চলনায় এ সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খোকন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস ছামাদ খান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা গুলজার হোসেন, মোশারফ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, জাসাস নেতা জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা রাকিবুল দেওয়ান, মো. সোহেল রহমান, ফারহান আহম্মেদ রুবেল, মাঈনুল হাসান, জিয়া উদ্দিন হৃদয়, সাবেক ছাত্রদল নেতা জাকির, জুয়েল রানা, মেহেদী হাসান ফারহান, জিতু, বিল্লাল, মাহবুব ভূঁইয়া, গাজীমাসুম, লুৎফর রহমান রাসেল, আনিসুর রহমান মানিক, জাকারিয়া শাকিল, কণ্টাক্ট্রর ফজলু খান ও শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, জাহিরুল ইসলাম বাবু, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, দিদার মহসিন, নাজমুল,লিটন, আজাদ, ফারুক, সুজনসহ থানা এলাকার ১০ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।