জঘন্যতম ইতিহাস বিকৃতি করেছে হাসিনা সরকার: মামুন মাহমুদ

0
জগন্নতম ইতিহাস বিকৃতি করেছে হাসিনা সরকার: মামুন মাহমুদ

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জঘন্যতম ইতিহাস বিকৃতি করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। তিনি হয়ত ভুলে গিয়েছিলেন, বইয়ের পাতা থেকে ইতিহাস সৃষ্টি হয়না। ইতিহাস সৃষ্টি হয় মাটি ও মানুষের মধ্য থেকে, আলো ও বাতাসের মধ্য থেকে, চন্দ্র ও সূর্যের মধ্য থেকে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার আহ্বান জানিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সামরিক বাহিনীর বহু উচ্চপদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও ৭১ সালে শহীদ জিয়াউর রহমান সামরিক বাহিনীর সাধারণ একজন মেজর হয়ে বিদ্রোহ করে চট্টগ্রামের সেনানিবাস থেকে অস্ত্রশস্ত্রসহ তার অনুগত বাহিনী নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে পাহারারত সকল সামরিক বাহিনীদের আত্মসমর্পন করিয়ে, সেই বেতার কেন্দ্র দখল করেন।

পরে বেতার কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মাচারিদের অস্ত্রেরমুখে জিম্মি করে তিনি মহান মুক্তিযোদ্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে। শহীদ জিয়াউর রহমানের ওই বীরত্বগাথা ইতিহাস যেন দেশের মানুষ জানতে না পারে, স্বৈরাচারী হাসিনা সরকার পাঠ্যপুস্তকসহ সবজায়গা থেকে তা মুছে দিয়েছেন। আগামী ৭ই নভেম্বর জাতীয় কিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার(৫ নভেম্বর) রাত ৭ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় বিএনপির উদ্যোগে অয়োজিত প্রস্তুতি সভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গুর ভয়াবহতা বিষয়ে লোকজনকে সচেতন করে তুলতে এবং দরিদ্রদের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্নসম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান, ৩ নং ওয়ার্ডবিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন,সিনিয়র সহসভাপতি আব্দুস ছামাদ খান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা গুলজার হোসেন, মোশারফ, আক্কেল আলী,স্বেচ্ছাসেবক দলনেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা রাকিবুল দেওয়ান, মো. সোহেল রহমান, ফারহান আহম্মেদ রুবেল, মাঈনুল হাসান, জিয়া উদ্দিন হৃদয়, জিতু, বিল্লাল, সোহরাব, মাহবুব ভূঁইয়া, গাজী মাসুম, লুৎফর রহমান রাসেল, আনিসুর রহমান মানিক, হায়দার, জাকারিয়া শাকিল, কণ্টাক্ট্রর ফজলু খান ও শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, শেখ মোহাম্মদ শিপু, নাজমুল, লিটন, আজাদ, ফারুক, সুজনসহ থানা এলাকার ১০ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here