প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে নিন্ম আয়ের দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। ডেঙ্গুর মহামারি ও মশার উপদ্রুপ থেকে নিন্ম আয়ের লোকজনকে রক্ষা করতে সোমবার বিকেল ৫ টায় নয়াআটি মুক্তিনগর এলাকায় শতাধিক পরিবারকে মশারি প্রদান করেন।
থানার প্রতিটি এলাকায় ধাপে ধাপে মশারি বিতরণ করার কথা জানান বিএনপির এ নেতা। আধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গুর প্রভাব বিষয়ে মানুষকে সতর্ক ও সচেতন করে তুলতে সিদ্ধিরগঞ্জে কাজ শুরু করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই ৮-১০ জন করে মানুষ মারা যাচ্ছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ঠাই হচ্ছেনা। ডেঙ্গুর প্রভাব দিনদিন বেড়েই চলেছে।
যেহেতু এখন এলাকায় কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তাই আমরা বিএনপির উদ্যোগে এলাকায় মশার ওষুধ দিচ্ছি। লোকজনকে সচেতন করছি সবসময় যেন তারা মশা থেকে সতর্ক থাকেন। বাসা-বাড়ির আনাচে কানাচে ময়লা আবর্জনা না থাকে সে দিকে লক্ষ রেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। শিশুরা দিনে ঘুমালেও যেন মশারির ভেতরে রাখার হয়। পরিবারের প্রতিটি সদস্য যেন রাতে মশারি টানিয়ে ঘুমায়, সে পরামর্শ দিচ্ছি।
মামুন মাহমুদ বলেন, এমন বহু পরিবার রয়েছে, যারা মশারি কিনার সামর্থ নেই। তাদেরকে বিএনপির পক্ষ থেকে মশারি দেওয়া হচ্ছে। শুধু মশার উপদ্রুপই নয়, যে কোন দুর্যোগ ও মহামারিতে বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবেই মানুষের দু:সময়ে পাশে দাঁড়াতে সবসময় সোচ্চার থাকবো।