প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৯টায় শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর উত্তর জেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার ওলামা-মাশায়েখ বিভাগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার নায়েবে আমীর ও ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম। সভায় বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের নায়েবে আমীর মোল্লা মোঃ তোয়াব আলী, শহর ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নুরজাহান কামিল মাদ্রাসার সাবেক মোফাচ্ছির প্রভাষক মাওলানা রেজাউল করিম।মতবিনিময় সভায় দিনাজপুর শহরের বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় গত ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার ঢাকায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের সময় সাবেক খতিবের নেতৃত্বে গোপালগঞ্জের কিছু দুষ্কৃতিকারী কর্তৃক মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।