গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান: ব্যারিস্টার টিপুর

0
গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান: ব্যারিস্টার টিপুর

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। পতিত আওয়ামী সরকারের স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে মতলব উত্তরের সর্বস্তরের জনগণকে সাথে থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে কৃষক দলের নেতা কর্মীরা মিছিল বের করে। দখলবাজ-চাঁদাবাজদের দুষ্কৃতিকারী’ অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। তিনি বলেছেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই।

সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে, জাতি ঠিক করে নেবে কার প্রয়োজন। এজন্য আমাদের ভালোবাসার এই সরকারকে বলব, মানুষের ভোটাধিকারটা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here