মতলব উত্তরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
মতলব উত্তরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দী দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদা।

এসময় তানভীর হুদা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্ত মানুষের সব দুঃখ দুর্দশা মনিটরিং করছেন। কোথায় কী পরিমাণ ত্রাণসামগ্রী দিতে হবে তার নির্দেশনা দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন।

ছাত্র জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েকদিনের মাথায় সৈরাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে ‘আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতটুকু অমানবিক হলে লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে। মানুষ কথা বলতে পারতো না।

তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো। সাংবাদিক ভাইয়েরা তারাও স্বাধীনভাবে লিখতে পারতো না। টকশোতে কেউ সরকারের বিরুদ্ধে একটু কথা বললে রাতেই তার কাছে ফোন যেত। দুর্নীতির কথা আর কী বলবো, শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে তার বস কত কোটি টাকা দুর্নীতি করেছে চিন্তা করে দেখেন।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হালিম সরকার রিংকু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, গজরা ইউনিয়ন  যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, সাবেক যুগ্ন সম্পাদক বদিউজ্জামান সজিব, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হান্নান লস্কর, বোরহান ফরাজী, নুরুল হুদা সরকার বাপ্পী, উপজেলা তাতীদলের সাধারন সম্পাদক হানিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ এম জমির হোসেন, ইসলামবাদ ইউনিয়নের ইউপি সদস্য আল আমিন, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ঈসা খান, রাজিব, জিলানী খান, আরিফুল ইসলাম বাবু প্রধান, নাদিম ভুইয়া, সাইফুল ইসলাম, শরীফ হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here