ফেনী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ 

0
ফেনী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ 

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম পার্টির (পিএসপি) উদ্যোগে ফেনী ফটিকছড়িসহ বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিএসপির ২০ স্বেচ্ছাসেবক টিম  বানভাসীদের উদ্ধার এবং শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট বিশুদ্ধ পানি খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী  বিতরণে  অংশ নিয়েছে।

বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির জাতীয় স্থায়ী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বন্যা কবলিত   এলাকায় স্বেচ্ছাসেবকবৃন্দ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা সমূহে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিল, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া

দরসে নেজামী কামিল  মাদ্রাসা, পাইনদং আমতল সিদ্দিকিয়া মইনীয়া দাখিল মাদ্রাসা, কাঞ্চনপুর মইনীয়া সাইফিয়া মাদ্রাসায় বিএসপির উদ্যোগে  আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া তিনি পার্টির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার সকল ইউনিটকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি তিনি সবাইকে সকল বেদাভেদ ভুলে একে অপরকে এই মুহূর্তে দোষারোপ না করে  বিপদগ্রস্থ বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here