সিলেটে চমক দেখালেন পল্লব, নতুন মুখ আনহার ও সাব্বির

0
সিলেটে চমক দেখালেন পল্লব, নতুন মুখ আনহার ও সাব্বির

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: প্রতিকূল আবহাওয়ার মধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বুধবার রাতে বেসরকারিভাবে বিয়ানীবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আবুল কাশেম পল্লব, ফেঞ্চুগঞ্জে আশফাকুল ইসলাম সাব্বির ও বালাগঞ্জে মো. আনহার মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব  পেয়েছেন ২০ হাজার ১৯৩ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট। ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির পেয়েছেন ১২ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪ ভোট।

তাছাড়া বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া আনারস প্রতীক নিয়ে ২০ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬৮৬ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here