প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) ঢাকার একটি রেস্টুরেন্টে মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু’র সভাপতিত্বে ও প্রথম যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সদস্য আলমগীর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সদস্য এডভোকেট বিল্লাল হোসেন। কোরআন তেলাওয়াত করেন, উপজেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।
আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,যুবদলকে বিএনপির ভ্যানগার্ড অভিহিত করে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বলেই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরামর্শে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
সুতরাং যুবদলকে শক্তিশালী করতে ঢেলে সাজাতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতদের হাতেই যুবদলকে তুলে দেয়া হয়েছে। সামনের দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের দুইজন কারা নির্যাতিত নেতাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।