সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

0
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

প্রেসনিউজ২৪ডটকমঃ সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ইয়াওমুল আরাফার মাধ্যমে মূল হজ শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার)। খবর খালিদ টাইমস ও গলফ নিউজের। হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সোমবাার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

গালফ নিউজের খবরে বলা হয়, আগামী ২৭ জুন (৯ জিলহজ্জ) পবিত্র আরাফাত দিবস এবং ২৮ জুন (১০ জিলহজ্জ) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।তাদের ঘোষিত সম্ভাব্য তারিখেই সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল সোমবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোমবার ১৪৪৪ হিজরি সনের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ৩০ জুন।ইসলাম ধর্ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here