ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কারণে পেছাল স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

0
ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কারণে পেছাল স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: ঈদুল আজহা ও এইচএসসি পরীক্ষার কারণে স্থানীয় সরকারের প্রায় ৬১টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুন মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে স্থানীয় সরকারের ভোটগুলো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এসব ভোটের তফসিল ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

রোববার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।নির্বাচন কমিশন সচিব জানান, মধ্য জুনের মধ্যে কমিশন বেশকিছু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। তবে একেকটির নির্বাচন একেক সময় হবে। এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।

জাহাংগীর আলম জানান, সংসদীয় আসনের শুনানি আজ শেষ হয়েছে। কমিশন আবার বসে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। আর জুন মাসটা আমাদের হাতে আছে। জুনের মধ্যে এটা আমরা শেষ করব।পার্বত্য চট্টগ্রামে আসন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এটা কমিশন সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তবতা হচ্ছে আমাদের আসন সংখ্যা ৩০০টি। এর বেশি আসন বানানোর সক্ষমতা নির্বাচন কমিশনের নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here