রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন সাড়ে ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি

0
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন সাড়ে  ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু ৮টা ৫৫ মিনিটের দিকে আবারও প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো নিউমার্কেট এলাকা।

এতে আবারও সব পুড়ে ছাই হওয়ার সংশয়ে পড়েন ব্যবসায়ীরা।গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ক্ষতি হয় কোটি কোটি টাকার।এর চার দিন পর গত ৮ এপ্রিল সকাল ৮টার দিকে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গত ১১ এপ্রিল বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। দুপুর ১২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।এরপর গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে আইয়ুব ভবনের একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।সবশেষ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাজারীবাগে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডে কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here