প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাফিলতির কারণেই বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন ইঙ্গিত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ঠিক চার বছর আগে এই ভবনটিকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলাম।
মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,আপনারা যে প্রশ্ন করেছেন, যে তাদের গাফেলতি ছিল কিনা, এর উত্তর আমার কাছে নেই। যে সংস্থার নাম উচ্চারণ করেছেন, তাদের জিজ্ঞাসা করেন। আমরা ১০ বার নোটিশ দিয়েছি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যা যা করা সম্ভব ছিল, আমরা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছে। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ বলা যাবে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর জানানো যাবে।