প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ রেলওয়ে আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।আর ফিরতি টিকিট মিলবে ১৫ এপ্রিল থেকে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এবার অগ্রিম যাত্রা ও ফিরতির টিকিট বিক্রি করা হবে শুধু অনলাইনে।
রেলমন্ত্রী জানান, শুধু অনলাইনে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে।আগামী ৭ এপ্রিল দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেয়া হবে ২১ এপ্রিলের টিকিট। ফিরতি যাত্রায় ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে। মন্ত্রী জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।