সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ভোটের আগের রাতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়া

0
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ভোটের আগের রাতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ আজ বুধবার (১৫ মার্চ) ও বৃহস্পতিবার (১৬ মার্চ) আইনজীবী সমিতির নির্বাচনের কথা ছিল। তবে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কে হবেন তা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় ব্যালট ছিঁড়ে ফেলার পাশাপাশি আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের আইনজীবীরাই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। আওয়ামীপন্থী আইনজীবীরা বলছেন সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে আদালতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, অন্য আইনজীবীরা বলছেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ বিরাজ করছে। আরো জানা যায়, নির্বাচনের আগের দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সিনিয়র আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। ভোট গণনায় ইলেকট্রনিক মেশিন ব্যবহার, ব্যালট পেপার ছাপানোসহ বেশকিছু কারণে মতবিরোধ দেখা দেয়ায় তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হননি। পরে কমিটির নতুন প্রধান মনোনয়ন নিয়ে দুটি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও বিএনপি) প্রার্থীরা সমিতি ভবনের তৃতীয় তলায় আলোচনায় বসেন।

এক পর্যায়ে সাদা (আওয়ামী লীগ) ও নীল দলের (বিএনপি) সমর্থকদের মধ্যে এ নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। রাত ১০টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন সাব-কমিটি।

আর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী,সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল ও হারুনুর রশিদ। প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত সাত প্রার্থী হলেন- মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. আব্দুল করিম ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম। প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আহাদ ও রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সর্বমোট ১৪টি পদে নির্বাচন হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here