গুলিস্তান সিদ্দিকবাজারে ‘রহস্যময়’ বিস্ফোরণের সূত্রপাত এখনও অজানা

0
গুলিস্তান সিদ্দিকবাজারে ‘রহস্যময়’ বিস্ফোরণের সূত্রপাত এখনও অজানা

প্রেসনিউজ২৪ডটকমঃ পীর আবদুল মান্নান: রাজধানীর সিদ্দিকবাজারে ‘রহস্যময়’ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থাপনাটির বেইজম্যান্টের বেইজ বিম ও পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সে কারণে বিস্ফোরণের সূত্রপাত যেখনে, সেখানে এখনও যেতে পারেনি অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট।শুক্রবার (১০ মার্চ) বিস্ফোরণের ঘটনাস্থলে পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এ তথ্য জানিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিস্ফোরণে ভবনের নিচ তলা ভেঙে চুরমার হয়ে গেছে। এ জন্য ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here