রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৫, আহত শতাধিক

0
গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৫, আহত শতাধিক

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ নিহত ও অন্তত ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

তবে ব্যস্ততম এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নাশকতার আশঙ্কা করছেন কি না  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। সব ধরণের বিষয় মাথায় রেখে কাজ করছি আমরা’।উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

উদ্ধার অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে সিটিটিসি, এটিইউ, সিআইডি, ডিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, পিবিআই ও র‌্যাব কাজ করছে। সবশেষ সংবাদ অনুযায়ী বিমান বাহিনীর টিমও সেখানে রয়েছে।অতিরিক্ত কমিশনার (ক্রাইম ডিএমপি) মহিদ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি বা কোন ধরণের স্প্লিন্টার বা গন্ধ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় যাদের শরীর পুড়ে গেছে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমে এ তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here