প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির ৭ সংসদ সদস্য (এমপি) একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পাঁচ জন সশরীরে ছিলেন, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। হয়ে গেছে।
বাকী দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (১১ ডিসেম্বর) বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্পিকার।স্পিকার জানান, সাতজনের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে ও কথা বলবে। সব ঠিক থাকলে তার আবেদনও গৃহীত হবে।
তবে ই-মেইলের মাধ্যমে দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না, তাকে এসে জমা দিতে হবে।তিনি বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে।