হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি সরকার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশি হজযাত্রীর কোটা আরও ২৪১৫ বাড়িয়েছে সৌদি সরকার। বুধবার (২২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৩/২০২২ সালের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য অতিরিক্ত আরও ২৪১৫ জন হজযাত্রীর কোট বৃদ্ধি করা হয়েছে।

বরাদ্দ প্রাপ্ত এসব হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অবশিষ্ট ২৩০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যাবেন।

যদিও ২০১৯ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিশ্বব্যাপী কোভিড মহামারির কারণে গত ২ বছরে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here