রোববার দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ চলবে !

0

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে বন্ধ থাকা যাত্রীবাহী লঞ্চ আগামীকাল রোববার (০১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শনিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই তৈরি পোশাকসহ সব রফতানিমুখী শিল্পকারখানা রোববার (০১ আগস্ট) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এতে রফতানিকারকেরা হাফ ছেড়ে বাঁচলেও বিপাকে পড়েন দূর দূরান্তে থাকা শ্রমিকেরা। কিভাবে কর্মস্থলে ফিরবেন তার কোনো নির্দেশনা নেই। যার ফলে আগামীকাল রোববার (০১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here