করোনার টিকা দেয়া বন্ধ থাকবে চার দিন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঈদুল আজহার ছুটি ও পরের দিন শুক্রবার মিলিয়ে মোট চার দিন বন্ধ থাকবে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিলো। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে। তিনি আরো বলেন, ছুটি শেষ হওয়ার পরের দিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান।

২৪ জুলাই থেকে আবারো টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। ২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগী দেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ২০২১ সালের জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়।

এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here