করোনায় নতুন রূপ বিশ্বজুড়ে তাণ্ডব, ২৪ ঘণ্টায় ১২ হাজারেরও বেশি মৃত্যু

0

প্রেসনিউজ২৪ডটকমঃ এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। মাঝে এর প্রকোপ কিছুটা কমলেও নতুন রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই ভাইরাস। আবারও তাণ্ডব চালাচ্ছে বিশ্বব্যাপী। এতে ফের নাকাল হয়ে পড়েছে বিশ্ববাসী।

গত ২৪ ঘণ্টায় (বুধবার) বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১২ হাজারের বেশি মানুষ। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখ। এদিন রেকর্ড ৪ হাজারের মতো মৃত্যু দেখল ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় ৯০ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে একদিনেই ৬৮ হাজারের ওপর মানুষের দেহে শনাক্ত হল সংক্রমণ। এদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোয় ৮ শতাধিক, পোল্যান্ডে সাড়ে ৬শ’র বেশি প্রাণহানি হয়েছে করোনায়। দিনে ৪ থেকে সাড়ে ৪শ’ মানুষ মৃত্যুবরণ করেছে রাশিয়া-ইতালি-ইউক্রেনে।

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৮ লাখ ২৭ হাজার। মোট সংক্রমিত ১২ কোটি ৯৫ লাখের কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here