দুই দিনের রাষ্ট্রীয় সফরে নরেন্দ্র মোদী এখন ঢাকায়

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেই বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মোদীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা প্রদর্শন করবেন নরেন্দ্র মোদী। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বক্তব্য দেবেন।

বিদেশি শীর্ষ নেতাদের সাধারণত ঢাকার বাইরে যাওয়ার প্রচলন না থাকলেও মোদী এই সফরে সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন। এর পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রী আগামীকাল ২৭ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদী ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here