শিক্ষামন্ত্রী’র বক্তব্য প্রত্যাখ্যান করে হল খুলতে ঢাবি শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

0

প্রেসনিউজ২৪ডটকমঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্র সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা এসময় হল খোলার দাবিতে ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি হল সব খুলতে হবে, নইলে তালা ভাংতে হবে ভিসি স্যার টিকা দিন, হলের তালা খুলে দিন’ প্রভৃতি স্লোগান দেন। পরে বিকেল ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের দিকে যান শিক্ষার্থীরা। আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, কার্যালয়ে গিয়ে হল খুলতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here