আগামী মে মাসে ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসির

0

প্রেসনিউজ২৪ডটকমঃ পৌরসভা নির্বাচন পর্ব শেষ করে আগামী মে মাসে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন প্রধান কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেষ ধাপের বাদ বাকি পৌরসভা ও নির্বাচন উপযোগী কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ এপ্রিল করার প্রস্তাব এসেছে। ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়টি চূড়ান্ত হবে। ক’টি পৌরসভা ও ইউপি ভোট করা যায়, তা পর্যালোচনা হবে এ সময়। তিনি আরো বলেন, ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশের বিষয়, সিডি তৈরি ও রমজান রয়েছে। ৭ এপ্রিল কিছু হবে। তবে ঈদের পরে মধ্য মে মাসে ইউপি নির্বাচন শুরু হবে।

পাঁচ বছর আগে ২০১৬ সালে ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে ভোট হয় দলীয় প্রতীকে। এবারও দলীয় প্রতীকে ভোট হবে। দেশে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here