করোনার ভ্যাকসিন নিতে হলে করতে হবে নিবন্ধন,শুরু ২৬ জানুয়ারি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ভ্যাকসিন নিতে করতে হবে নিবন্ধন। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আগামী ২৬ জানুয়ারি থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অনলাইনেও এ নিবন্ধন করা যাবে। তবে এ প্রক্রিয়ায় নিবন্ধন করা এখনও সম্পন্ন করা হয়নি। এছাড়া জেলা ও উপজেলায় ভ্যাকসিন সেন্টারেও এ নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। তাছাড়া নিবন্ধন প্রক্রিয়া সম্ভব নয়। ভ্যাকসিন নেয়ার পর সনদও দেয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে বলা হয়, ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার ভ্যাকসিন আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসবে। এর দুইদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ার হাউস থেকে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

এরপর জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেয়ার জন্য আলাদা টিম করা হচ্ছে। এছাড়া কয়েকটি বিশেষায়িত হাসপাতালে এ ভ্যাকসিন পাওয়া যাবে বলেও ব্রিফিংয়ে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here