আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান আর নেই। রবিবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক গণমাধ্যমকে আব্দুল হান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেনগত শুক্রবার আব্দুল হান্নান করোনা পজিটিভ হয়ে সিএমএইচে ভর্তি হন। রবিবার সকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। দুপুর পৌনে ১টার দিকে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।

বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা আব্দুল হান্নান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও তদন্ত সংস্থার সমন্বয়কের দায়িত্ব নেয়। এরপর সাবেক অতিরিক্ত এই ডিআইজিকে প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here