এবার কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হলেন হাজী সেলিমের ছেলে ইরফান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদকে মারধরের ঘটনায় সমালোচিত সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে গ্রেফতার ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ ওঠায় ফৌজদারী মামলা হয়েছে। একই সঙ্গে বিদেশি মদ সেবন করা ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
একজন কাউন্সিলরের বিরুদ্ধে এমন অপরাধের প্রমাণ মেলায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১২ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করা হলো। মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম ফয়জুল হক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here